ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নোয়াপাড়া গ্রুপের কৃষক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
নোয়াপাড়া গ্রুপের কৃষক সমাবেশ কৃষক সমাবেশে সংসদ সদস্য (এমপি) মনোরঞ্জন শীল গোপাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: নোয়াপাড়া গ্রুপের বেঙ্গল মিশ্র সার ও বেলারুশিয়ান পটাশ কোম্পানির আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ কম্পাউন্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) সংসদ সদস্য (এমপি) মনোরঞ্জন শীল গোপাল।


 
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবালের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি বিভাগের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াজেদ।

সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুরেজা মো. আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, বিসিআইসি ডিলার হেম চন্দ্র দাস, কৃষক মো. হাবিবুল্লা।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নোয়াপাড়া গ্রুপের মার্কেটিং ম্যানেজার তৈমুর রহমান।

আয়োজকরা বলেন, কৃষিবান্ধব সরকারের ভিশন বাস্তবায়নে সারের সংকট মোকাবিলা করে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছাতে কাজ করে যাচ্ছে নোয়াপাড়া গ্রুপ। দেশের কৃষকদের সার চাহিদার একটি বড় অংশ পূরণ করছে নোয়াপাড়া গ্রুপ। আমদানি ছাড়াও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত বেঙ্গল মিশ্র সার ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনে সারাদেশের কৃষকের কাছে সমাদৃত হয়েছে। এজন্য জমিতে রাসায়নিক সারের পাশাপাশি বেঙ্গল মিশ্র সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।