ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন হস্তান্তর কর্মশালা

গাজীপুর: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) দুইদিন ব্যাপী প্রযুক্তি হস্তান্তর কর্মশালা শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০৮টিও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিড), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকুল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২টি অন্যান্য প্রযুক্তিসহ এ যাবৎ ৯০০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

সাম্প্রতিক সময়ে যেসব প্রযুক্তি উদ্ভাবন করেছে এগুলো দ্রুত কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।  

এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক, বাংলাদেশ কৃষি সম্প্রারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুল আজিজ প্রমুখ।

বারির প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী জানান, দুইদিন ব্যাপী এ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদফতর, নার্সভ’ক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, এনজিও এবং কৃষি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানীরা ও কৃষক প্রতিনিধিসহ প্রায় ২০০ জন অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।