ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

৫৬ কৃষক পেলেন ‘সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স অ্যাওয়ার্ড’  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
৫৬ কৃষক পেলেন ‘সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স অ্যাওয়ার্ড’  

ঢাকা: ‌‘কৃষক বাঁচাও, মাটি বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ৫৬ জন কৃষককে ‘সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি লুমিনাস গ্রুপের সৌজন্যে টিসিবি অডিটরিয়ামে কৃষকদের নিয়ে দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লুমিনাস মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্সের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সহ-পরিচালক (অর্থ) মিসেস শাহানাজ পারভীন, একই প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) আনোয়ার হোসেন, পরিচালক (অর্থ) জাফরুল্লাহ পাটোয়ারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মাহমুদুল হাসান।  

এ ছাড়া কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কোম্পানির সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রশিক্ষক নাজমুল আহমেদ। প্রধান প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকর্মশালা পরিচালনা করেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের বিপণন বিভাগের পরিচালক ম্যাক মাশুক।  

অনুষ্ঠানে মিরাক্কেল অ্যাগ্রো পণ্য ব্যবহার করে সফল কৃষকদের সম্মাননা দেওয়া হয়। শেষে কোম্পানির মূল আকর্ষণ লুমিনাস গ্রুপের চেয়ারম্যান রেজওয়ানা শারমিন প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথিরা লুমিনাস গ্রুপের সময় উপযোগী কৃষিবান্ধব পণ্য নিয়ে কাজ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, মিরাক্কেল গ্রোথ কৃষি পণ্য সরবরাহের মাধ্যমে দেশবাসী কৃষকদের নিয়ে সম্মেলন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখবে বলে অঙ্গীকারবদ্ধ মিরাক্কেল অ্যাগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এইচএমএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।