ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বাংলার প্রাণের কাছে

দু’মাসি ভাদ্রে বৃষ্টির খেলা

মাহবুব আলম, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
দু’মাসি ভাদ্রে বৃষ্টির খেলা ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড় থেকে: বেশ ক’দিন প্রচণ্ড খরায় হাপিত্যেশ করতে হয়েছে পঞ্চগড়ের মানুষকে। ভাদ্রের মাঝামাঝি এ সময়টায় শুরু হয়েছে বাদলা হাওয়া! এখানে বৃষ্টি তো কয়েকগজ দূরেই রোদ!
 
এভাবে মেঘে-রোদের বৃষ্টির খেলায় মেতে ওঠেছে প্রকৃতি।

তবে বৃষ্টি নামলেও ভ্যাপসা গরমেই অস্বস্তি পোহাতে হয় মানুষকে।
 
সোমবার ২১ ভাদ্র, ইংরেজি ৫ সেপ্টেম্বর! সকাল থেকেই হিমালয়ের কাঞ্চনজঙ্গা ‘লাগোয়া’ পঞ্চগড়ে বেশ কয়েকবার ক্ষণে ক্ষণে হানা দিয়েছে বৃষ্টি। এখানে মুষলধারে বৃষ্টি তো ২০ গজ দূরে সম্পূর্ণ পরিষ্কার আকাশ।

উত্তরে আকাশ থেকে আসছে মেঘের ও বৃষ্টির শব্দ। বাসের সুপারভাইজার খোকনের কাছে রোদ-বৃষ্টির এ খেলা হচ্ছে-দু’মাসি ভাদ্র।
এ সময় বৃষ্টির কোনো ঠিক থাকে না। এ রোদ তো বৃষ্টি। তাই শরতের দ্বিতীয়কে স্থানীয় দু’মাসি ভাদর বলেই ডাকেন।

তেঁতুলিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো এলাকার সত্তরোর্ধ্ব মোজাম্মেলের ভাষ্য, ভাদর মাস তো! কোনো ঠিক থাকে না আকাশের অবস্থার! একই জায়গায় দুই আচরণ করায় হামার বাপ-দাদারা একে দু’মাসি বলে ডাকতো।

ডাহুক, করতোয়া ও মহানন্দা বিধৌত সর্ব উত্তরের জনপদ তেঁতুলিয়ার মানুষের প্রধান জীবিকা কৃষি। তাই এই বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় আতঙ্কেও থাকেন এখানকার মানুষ।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘ-বৃষ্টির খেলার মধ্যেও এদিন তেঁতুলিয়ারসবোৃচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ৬, যা সর্বনিম্ন ২৪ দশমিক ৪ এ।

বাংলাদেশে গঙ্গার একমাত্র উপনদী মহানন্দায় আগের মতো জাহাজ চড়ে না। তবে হিমালয় থেকে জন্ম নিয়ে দার্জিলিং পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসে নুড়ি পাথর। যা দিয়ে চলে সীমান্ত ঘেঁষা নিম্নবিত্তের জীবন।

তবে ক্ষত নিয়ে করতোয়া এগিয়ে চললেও আগের মতো ডাক নেই ডাহুকের। আর রীতি মতো তো রং হারাচ্ছে বেরং নদী।

আর কখনও রোদ কখনও বৃষ্টির খেলায় বলি দিতে হয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট  থেকে সুউচ্চ কাঞ্চনজঙ্গা দেখার আকাঙ্ক্ষা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা,সেপ্টেম্বর ০৫, ২০১৬
এমএ/

**স্বপ্নে পাওয়া সত্যপীরের গান
** বিলাসী মহেন্দ্রের সাক্ষী হাওয়াখানা
**গাঁয়ের বধূর মনের কথা মেয়েলী গীত
** ‘নিজ সংস্কৃতি নিয়ে হীনমণ্যতা বিলুপ্তির কারণ’
** দাড়িয়াবান্ধা নেই, বিলুপ্ত বৌচি
** লোকজ সংস্কৃতিতে চলে পানের আপ্যায়ন
** বাদল দিনে নেই বৃষ্টির খনা
** বাহে শোন মোর ভাওয়াইয়া গান
** ‘আয়সাই আব্বাস গাইলেন হাঁকাও গাড়ি চিলমারী’
** আহা! সেকি সুর শিরিষের সারিন্দায়! (ভিডিও)
** হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে...
** বাংলার প্রাণের কাছে বাংলানিউজ, সঙ্গী হোন আপনিও
** শেকড়ের সন্ধানে উত্তর জনপদে বাংলানিউজের মাহবুব ও নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলার প্রাণের কাছে এর সর্বশেষ