ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ইভিএম সম্পর্কে ধারণা দিতে চুয়াডাঙ্গায় মক ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ইভিএম সম্পর্কে ধারণা দিতে চুয়াডাঙ্গায় মক ভোট মক ভোট চলছে। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ সম্পর্কে ধারণা দিতে চুয়াডাঙ্গার সব কেন্দ্রে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ শুরু হয়েছে।

 

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পৌর এলাকার ৩৩টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।  

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আহমেদ জানান, এবারই প্রথমবারের মতো চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ইভিএম সম্পের্কে ধারণা দিতে মক ভোটিংয়ের আয়োজন করা হয়। মক ভোটে সাধারণ ভোটারদের সাড়া লক্ষ্য করা গেছে।  

আগামী ২৮ ডিসেম্বর সকাল থেকে অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।