ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ভোটাভুটির দিন উৎসবের আমেজে চলছে ভোটাভুটি। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশির বাস, যারা এখন বাংলাদেশি আমেরিকান। আর তাদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক উৎসাহ দেখা গেছে। 

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ভোটাভুটির দিন উৎসবের আমেজে চলছে ভোটাভুটি। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশির বাস, যারা এখন বাংলাদেশি আমেরিকান।

আর তাদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক উৎসাহ দেখা গেছে।  

নিউইয়র্কের জ্যাকসনহাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন ওজনপার্ক এলাকায় হাজার হাজার বাংলাদেশি তাদের ভোট দিচ্ছেন। একই ধরনের খবর এসেছে ডিস্ট্রিক্ট কলাম্বিয়ার ভার্জিনিয়া, মেরিল্যান্ড থেকে, লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ থেকে, ফ্লোরিডার বাংলাদেশি অধ্যুষিত মনরো, মার্টিন, ওকিচবি, সারাসোটা থেকে, ম্যাসাচুসেটসের বস্টন থেকে, কানেটিকাট থেকে, বাফেলো থেকে।  

অসংখ্য বাংলাদেশি এবছর ভোটার হয়েছেন। আগেই জানা গিয়েছিলো বাংলাদেশিদের মধ্যে ভোটার হওয়ার যোগ্যতা রাখেন এমনদের মধ্যে এ বছর নিবন্ধিত হওয়ার হিড়িক পড়ে যায়। আর যারা ভোটার হয়েছেন তারা সবাই এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।  

সকালেই প্রচুর সংখ্যক বাংলাদেশিকে দেখা যায় নিউইয়র্কের কুইন্সে জ্যাকসনহাইটসের ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। এছাড়াও জ্যামাইকাতেও ভোট কেন্দ্রগুলোতে ছিলো ব্যাপক বাংলাদেশি ভোটারের ভিড়। ভোট চলছে কুইন্সের সানিসাইড, উডসাইড, অ্যাস্টোরিয়ার বিভিন্ন পাবলিক স্কুলেও।  

উডসাইডের বাসিন্দা হায়দর আকবর কিরন বাংলানিউজকে বলেন, এবারের ভোটে অংশগ্রহণ ইতিহাস সৃষ্টি করেছে। সকাল বেলাতেই এতো ভোটার আর কখনোই দেখেন নি যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই দশক ধরে বসবাসকারী এই বাংলাদেশি। তিনি বলেন, আগে আমরা যেটা দেখতাম ভোটের দিনে সকাল বেলার দিকে সাধারণের মাঝে তেমন উৎসাহ থাকে না। পরের দিকে মানুষ ভোট কেন্দ্রে যায়। এবছর সকাল বেলাই হাজার হাজার মানুষ ভোট দিতে বেড়িয়ে গেছেন।  

কিরন বলেন, ভোটের আগেই আমরা দেখেছি বাংলাদেশিরা শেষ মুহূর্তেই অনেক ভোট রেজিস্ট্রেশন করছেন।  

আর কেবল বাংলাদেশিরাই নয়, স্প্যানিশ, মেক্সিকান, ইউরোপিয়ান ও এশিয়ান বিভিন্ন দেশ থেকে যারা এই যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন তারাও ব্যাপক হারে ভোটার হয়েছেন আর ভোট দিচ্ছেন।  

ব্রঙ্কসের পার্কচেস্টারের একটি কেন্দ্র থেকে সৈয়দ উতবা জানালেন, সেখানে ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন পড়েছে। নিউইয়র্ক পুলিশের সদস্য এই বাংলাদেশি আমেরিকান বলেন, ভোটের দিনে তিনি দায়িত্ব পালন করবেন। তবে কাজে যাওয়ার আগে ভোট দিতে গিয়ে লম্বা লাইন দেখতে পেলেন।  

ওয়াশিংটনের ভার্জিনিয়ার বি্রস্টো কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশি কম্পিউটার ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি টেলিফোনে জানালেন এই কেন্দ্রে বাংলাদেশি বেশি নেই তবে প্রচুর সংখ্যক ভোটার ভোট দিচ্ছেন।  

নিউইয়র্কের ফরেস্ট হিলে রাসেল সেইজ এলিমেন্টারি স্কুলে ভোটারদের বিশাল লাইন বলে জানালেন সেখানকার বাসিন্দা পর্শিয়া সুলতানা। তিনি জানান, তার স্বামী আহসানুল করিম সকাল ছয়টায় সেখানে ভোট দিতে গিয়েই লম্বা লাইন দেখতে পান।

আরও পড়ুন

**বাংলা ব্যালটে ভোট যুক্তরাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে
** প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেডএস/এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।