ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও 

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও  ছবি: বাংলানিউজ

ডালাস (টেক্সাস) থেকে: মেয়েটি এবারই প্রথম ভোটার হয়েছে। আর সে কারণেই তার উচ্ছ্বাসটা খুব বেশি।

কেবল ভোটারই না, এবার ভোটের কর্মীও। আর্লি ভোট চলছে টেক্সাস জুড়ে। ডালাসের আরভিংয়ে ভ্যালি র্যাঞ্চ লাইব্রেরিতে এমনই এক আর্লি ভোটের কেন্দ্রে দেখা তার সঙ্গে। বললো, জানো আমি এবারই প্রথম ভোট দিয়েছি। এটা আমার অধিকার। আমিও আমার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছি, এতে আমি বেশ খুশি।

কাকে ভোট দিয়েছো? সে প্রশ্নে উত্তর দিলো, যাকে আমি চাই প্রেসিডেন্ট হিসাবে, তাকেই ভোট দিয়েছি। ভোটাধিকার সচেতনই নয়, এই মেয়ে রাজনৈতিক সচেতনও। আর তাই গোপন ব্যালটের ভোটের খবর জানাতে নারাজ।  

শুক্রবার (০৪ নভেম্বর) সকালে ডালাস এয়ারপোর্টে নামলে এখানকার বাংলাদেশি ব্যবসায়ী রাশেদুল আলম খবর দিলেন আর্লি ভোটের। বললেন, আজই শেষ দিন। বিভিন্ন স্থানে ভোট চলছে। কমিউনিটি লাইব্রেরি, কমিউনিটি কলেজ, সরকারি প্রতিষ্ঠানে ভোট নেওয়া হচ্ছে।  

সিদ্ধান্ত হলো, এয়ারপোর্ট থেকে সরাসরি ভোট কেন্দ্রে। ভ্যালি র্যাঞ্চ লাইব্রেরিতে প্রচুর সংখ্যক ভোটার চোখে পড়লো। প্রায় প্রতি মিনিটেই দরজা ঠেলে একজন করে ঢুকছিলেন। আর ভোট বুথেও দেখা গেলো বড় লাইন। তবে সবাই বেশ রিল্যাক্সড। অফিসে যাওয়ার পথে ভোট দিয়ে যাচ্ছেন। সকাল ৭টায় শুরু হয়ে এই ভোট পড়বে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ফলে যারা সকালে ভোট দিতে পারছেন না তারা সন্ধ্যায় দিতে পারবেন।  

ভোট কর্মীরা জানালেন, টেক্সাসে এবার ব্যাপক হারে আর্লিভোট পড়ছে।  

ডালাস, কুক, ট্যারেন্ট, কলিন কাউন্টিতে ভোট চলছে। মধ্য ডালাস ও ট্যারেন্ট কাউন্টিতে বৃহস্পতিবার পর্যন্ত নয় লাখের বেশি ভোট পড়েছে। শুক্রবার শেষ দিনে আরও বেশ সংখ্যক ভোট পড়বে বলে প্রত্যাশা ভোট কর্মীদের।  

ভোটিং প্রক্রিয়াটি ব্যাখ্যা করছিলেন একজন কর্মকর্তা। তিনি জানালেন, যে কোনো ভ্যালিড ছবিসহ পরিচয় পত্র (ভোটার রেজিস্ট্রেশন কার্ড, পরিচয়পত্র, পাসপোর্ট,  ড্রাইভিং লাইসেন্স, গ্রিনকার্ড) নিয়ে এলে তারা প্রথমেই জেনে নেন, তিনি ওই কেন্দ্রের ভোটার কিনা। ভোটার হলে তাকে দেওয়া হয় একটি মেশিন জেনারেটেড কোড কার্ড। যে কোডটি ভোটিং মেশিনে দিলে স্ক্রিনে ভোটিং প্যানেল ভেসে ওঠে। এরপর পছন্দের প্রার্থীকে সিলেক্ট করতে হয়। আর একে একে সিনেটর, কংগ্রেসম্যান, কাউন্সিল ম্যানসহ লোয়ার ব্যালটেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে হয়।  

তবে আরেকটি ব্যবস্থা রাখা হয়েছে যেনো যে কেউ ডেমোক্র্যাট বা রিপাবলিকান নির্বাচন করে নিলে ওই প্যানেলে দলের সবার পক্ষে ভোট দেওয়া হয়ে যায়।  

ভ্যালি র্যাঞ্চ লাইব্রেরির বাইরে চোখে পড়লো অনেক পোস্টার। তাতে বিভিন্ন পদের প্রার্থীদের নাম ছবি রয়েছে। সড়ক দ্বীপগুলোতে ছোট ছোট প্ল্যাকার্ডে গেঁথে রাখা হয়েছে। এর মধ্যে দু’টি প্লাকার্ড চোখে পড়লো যার একটি হচ্ছে, 'ভোট নো' ও আরেকটি 'ভোট ইয়েস'।  

নোনিউসিএফবিট্যাক্সেস.কম এর তরফে টাঙানো হয়েছে 'ভোট নো'। তারা বলছে সিএফবিআইএসডি'র ইতিহাসে সবচেয় বেশি ট্যাক্স বাড়ানো হয়েছে, সুতরাং এদের ভোট নয়।  

আর অন্য প্লাকার্ডটি বসিয়েছে ভোটইয়েসসিএফবি.কম। তারা বলছে, আজকে ভোট দান আমাদের ভবিষ্যতের জন্যই বিনিয়োগ। অতএব ভোট দাও। এতে আমাদের শিশুরা, আমাদের কমিউনিটি উপকৃত হবে।  

এ বিষয়টি নিয়ে কথা হচ্ছিলো বাংলাদেশি আমেরিকান ট্যারেন্ট কাউন্টির বাসিন্দা তানজিম ইবনে আনোয়ারের সঙ্গে। তিনি জানালেন, ওটি ডালাস কাউন্টির আরভিং সিটির ক্যারলটন স্কুল ডিস্ট্রক্টের একটি বিষয়। ওই ডিস্ট্রক্টের ট্যাক্স বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে ব্যালটে। যার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

কাউন্টিতে কাউন্টিতে ব্যালট ভিন্ন রকম হয়। কারণ, কাউন্টির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যদি জনমতের প্রয়োজন হয়, তাও এই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে নেওয়া হয়। বিশেষ করে যাতে জনসাধারণের ট্যাক্স দেওয়ার বিষয় থাকে।  

ট্যারেন্ট কাউন্টিতেও ঠিক একই ধরনের একটি বিয়য়ে মতামত নেওয়া হচ্ছে। এখানে একটি স্টেডিয়াম নির্মাণের খরচ সিটি কাউন্সিল দেবে কিনা তার একটি অংশ রয়েছে ব্যালটে, জানান তানজিম।  

সার্বিকভাবে মূল ভোটের দিন চাপ কমাতে যে আর্লি ভোটের আয়োজন তার শেষ দিনটিতে টেক্সাসে ভোটিং অভিজ্ঞতা ছিলো বেশ আকর্ষণীয়। আর জানা গেলো, ভোটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকও।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএমকে/এসএনএস

আরও পড়ুন
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
**
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।