ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ

নিউইয়র্ক থেকে: এক দুই দিনেই পরিস্থিতি পাল্টাতে শুরু করবে। আবার পরিস্থিতি ঘুরে যাবে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে।

আর সেটা চলবে নির্বাচনের দিন পর্যন্ত। তার মধ্য দিয়েই জয় নিশ্চিত হবে মানবতাবাদী, উন্নয়নকামী একজন নারী প্রেসিডেন্টের। আমেরিকা নতুন ইতিহাস গড়বে। এভাবেই তার মত ব্যক্ত করছিলেন আজিজ আহমদ।  

প্রবাসী বাংলাদেশি আমেরিকান এই ব্যবসায়ী তার গভীর বিশ্লেষণ তুলে ধরছিলেন বাংলানিউজের কাছে। ইউটিসি অ্যাসোসিয়েটস নামে একটি আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিইও এই আজিজ আহমদ। নিউইয়র্কের ম্যানহাটনে অফিস কক্ষে বসে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় আজিজ তুলে ধরছিলেন কেন, কোন পথে হিলারি ক্লিনটনের জয় দেখতে পাচ্ছেন তিনি।  

আজিজ আহমদ মনে করেন, নন হিসপ্যানিক শেতাঙ্গ যে ৬৯ শতাংশ ভোটার রয়েছে, তাদের অর্ধেকেরও বেশি অংশের ভোট হিলারি ক্লিনটনের পক্ষে যাবে। বড় ঝুঁকি হয়ে থাকে সংখ্যালঘু বিভিন্ন জাতি-গোষ্ঠীর ৩১ শতাংশ ভোট। যুক্তরাষ্ট্রের এই অংশটিতে কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক, এশীয়সহ নানা জাতি-গোষ্ঠীর নাগরিক রয়েছে। যাদের মধ্যে ভোট না দেওয়ার প্রবণতা বেশি। এসব জাতি-গোষ্ঠীর সবাই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরোধী। তবে ভোট দিতে না গেলে এই বিরোধিতার কোনো অর্থ নেই।  

এই গোষ্ঠীকে ভোট দিতে উৎসাহিত করাটাই এখন বড় কাজ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে নানাভাবে সম্পৃক্ত আজিজ আহমদ।  

তিনি বলেন, আমরা যদি ২০১২ সালে বারাক ওবামা ও মিট রমনির মাঝে ভোটের লড়াইয়ের সময়ের কথা বিবেচনা করি, তাহলে নির্বাচনের আগে ঠিক এই সময়টিতে বারাক ওবামা যতটা ভালো অবস্থানে ছিলেন, তার চেয়ে অনেক ভালো অবস্থান রয়েছেন হিলারি ক্লিনটন।  

বিষয়টি একইভাবে ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট। বুধবারের একটি খবরে সংবাদমাধ্যমটি বলেছে, তাদের নিজস্ব জরিপে এই সময়ে বারাক ওবামা জাতীয় চার্টে মিট রমনির চেয়ে ১.৫ পয়েন্ট এগিয়ে ছিলেন, আর একই চার্টে বর্তমানে ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি। সিমন জ্যাকম্যানের হাফপোস্ট মডেল আর নাট সিলভারের ফাইভথার্টিএইট মডেলে ওবামার জয়ের সম্ভাবনা ছিলো ৯১ শতাংশ আর ইলেক্টরাল কলেজের হিসাব নিকাশ বলছিলো ওবামা পাবেন ৩৩২টি ইলেক্টরাল ভোট (আর তিনি তাই পেয়েছিলেন)। পক্ষান্তরে এ বছর হিলারির জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ৯৮ শতাংশ। আর তার ঝুলিতে আসতে পারে ৩৪১টি ইলেক্টরাল ভোট।

এ বিষয়ে আজিজ আহমদ বলেন, এটা সত্য ২০১২ ও ২০১৬ সালের বাস্তবতা এক নয়। এ বছরটি একটি ব্যতিক্রমী নির্বাচনী বছর। তবে, সংবাদমাধ্যমের জরিপগুলো সেই ব্যতিক্রমী দিকগুলো বিবেচনায় রেখেই করা হচ্ছে। সুতরাং এর ওপর আস্থা রাখা চলে।    

তবে গত শুক্রবার হিলারির ব্যক্তিগত সার্ভারে ই-মেইল প্রসঙ্গে এফবিআই পরিচালক জেমস কোমির দেওয়া তথ্যের পর পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে, আর তার কিছুটা প্রভাব জনমত জরিপে পড়তে থাকে।  

এ বিষয়ে আজিজ আহমদ বলেন, পরিস্থিতি দু’এক দিনের মধ্যেই পাল্টাতে শুরু করবে আর তা হিলারি ক্লিনটনের পক্ষেই আসবে।  

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে হিলারি ক্লিনটনকেই প্রেসিডেন্ট হিসাবে পাওয়া প্রয়োজন বলে মনে করেন এই রেজিস্টার্ড ইন্ডিপেন্ডেন্ট। তিনি বলেন, আমেরিকানদের পক্ষ থেকে এটা একেবারেই উচিত হবে না, ট্রাম্পের মতো একজন গোঁয়ার স্বভাবের ও বর্ণবাদী মানুষকে দেশের প্রেসিডেন্ট নির্বাচন করা।  

ট্রাম্পের গোয়ার্তুমি ও বর্ণবাদের চাক্ষুস সাক্ষী এই আমেরিকান বাংলাদেশি জানান, ১৯৮৮-৮৯ সময়ে নিউইয়র্ক সিটি কলেজের স্টুডেন্ট গভর্নমেন্টের সদস্য ছিলেন তিনি। সে সময় টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে একটি কর্মসূচি বাস্তবায়ন করছিলেন। সেদিন ওই ক্যাম্পাসে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওইদিন ট্রাম্প এই প্রতিবাদী শিক্ষার্থীদের ‘বাঞ্চ অব লুজারস’ বলে কটাক্ষ করেন।  

আজিজ আহমদ বলেন, সেদিন না বুঝতে পারলেও আজ রিলেট করতে পারছি আসলে ওদিন আমরা সকলেই ছিলাম অভিবাসী, সংখ্যালঘুদের দলের।  

ট্রাম্প অন্তরেই একজন নীচুমনা মানুষ, যাকে আর যাই হোক প্রেসিডেন্ট করা চলে না, বলেন তিনি।  

হিলারির জয়ের এখনো বহু পথ রয়েছে। দুই প্রার্থীর মধ্যে হিলারি অপেক্ষাকৃত যোগ্য, তাই তাকেই নির্বাচিত করা হবে এটাই প্রথম সমীকরণ। আর প্রধান প্রধান ব্যাটল গ্রাউন্ডের মধ্যে পেনসিলভানিয়া এরই মধ্যে ‘সলিড ব্লু’ হয়ে উঠেছে। জর্জিয়াও একই রূপ নিয়েছে। ফ্লোরিডা জিততে পারলে খুব সহজেই প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টরাল কলেজ জয় সম্ভব হবে। আর বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করবে।  

সিএনএন-ওআরসি জরিপ বলছে, বুধবার ফ্লোরিডায় হিলারি ক্লিনটন ২ পয়েন্ট এগিয়ে রয়েছেন আর পেনসিলভানিয়ায় তিনি এগিয়ে রয়েছন ৪ পয়েন্টে।  

কুইনিপিয়াক ইউনিভার্সিটি বুধবার (২ নভেম্বর) বিকেলে একটি জরিপের ফল প্রকাশ করেছে, তাতে হিলারি ফ্লোরিডায় ১ পয়েন্টে, নর্থ ক্যারোলিনায় ৩ পয়েন্টে আর পেনসিলভানিয়ায় ৪ পয়েন্টে এগিয়ে। তবে একমাত্র খারাপ খবর এখন রয়েছে হিলারি ক্লিনটনের সামনে ওহাইওতে। সেখানে ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছেন তিনি।

সব মিলিয়ে আজিজ আহমদ বলেন, সুস্পষ্ট লিডে রয়েছেন হিলারি ক্লিনটন, সুতরাং জয়ের পথেই হাঁটছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এইচএ/এমএমকে

আরও পড়ুন
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে

** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য

** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে

** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
**
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।