ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে একটি র‌্যালি করতে যাচ্ছে আমেরিকান মুসলিম কমিউনিটি। আগামী ৩০ অক্টোবর রোববার দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই র‌্যালি অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম-আমেরিকানরা এতে অংশ নেবেন। বাংলাদেশি মুসলিম-আমেরিকানরাও এতে অংশ নিচ্ছেন।  

‘মুসলিম-আমেরিকান ফর হিলারি ক্লিনটন-২০১৬’ নামে একটি বিশেষ গ্রুপ এই র‌্যালির আয়োজন করেছে।  

গ্রুপটির জাতীয় কমিটির নির্বাহী পরিচালক ও মুসলিম কমিউনিটির পরিচিত মুখ ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার এ র‌্যালি আয়োজনে মুসলিম কমিউনিটির সকলের উপস্থিত কামনা করেছেন।  

বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এই মোহাম্মদ এন মজুমদার। তিনি বলেন, সাধারণ জরিপগুলো দেখাচ্ছে নির্বাচনে জয়ের ক্ষেত্রে হিলারিই এগিয়ে রয়েছেন। তবে তা দেখে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। নির্ব‍াচনে ভোটদানে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। আর সে লক্ষ্যেই এই র‌্যালির আয়োজন।  

যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি হিলারিকে ভোট দিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করবে ইনশাল্লাহ, বলেন এন মজুমদার।  

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাবের ফলে আসন্ন নির্বাচনে তার ভরাডুবি হবে এমনটাই প্রত্যাশা এখন সবার।  

ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে। রোববারের র‌্যালিতে আশানুরূপ সাড়া পাওয়া যাবে বলেই মনে করছেন আয়োজকরা।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এইচএ/এমএমকে

আরও পড়ুন
*** বাংলায় ব্যালট, বাংলায় নিবন্ধন, বাংলায় ভোট
*** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
***বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
*** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
***অদ্ভুত এক নির্বাচনের দেশে!
***
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।