ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

হিলারিকে সমর্থন জানাতে তরুণ-তরুণীদের ‘ফ্লাশমব’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
হিলারিকে সমর্থন জানাতে তরুণ-তরুণীদের ‘ফ্লাশমব’ (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবখানে। বিশেষ করে দেশটির তরুণদের মধ্যে।

এছাড়া অনেকেই নিশ্চুপভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন তাদের পছন্দনীয় প্রার্থীকে। আবার কেউ কেউ নানাভাবে প্রচারণা চালাচ্ছেন তাদের পছন্দনীয় প্রার্থীর পক্ষে।

সম্প্রতি ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়ে ইউনিয়ন স্কয়ারে ‘ফ্লাশমব’ করেছে দেশটির ১৫০জন তরুণ-তরুণী।

তারা জানিয়েছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তারা ক্ষমতায় দেখতে চাননা। তারা শান্তি, ভালোবাসা এবং সমতার পক্ষে।

এ সময় তারা তাদের ফ্লাশমবে অংশ নিতে তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান।

বিপুল জনসমাগম ঘটে এমন কোনো স্থানে বেশ কয়েকজন মিলে ব্যতিক্রম কিছু করাকে সাধারণত ‘ফ্লাশমব’ বলে থাকে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
আরএইচএস/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।