ঢাকা, শুক্রবার, ২২ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম বিতর্কে জয়ী হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
প্রথম বিতর্কে জয়ী হিলারি

ঢাকা: প্রেসিডেন্সিয়াল ডিবেটে কার্যত ডোনাল্ড ট্রাম্পকে উড়িয়েই দিলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় সোমবার (সেপ্টেম্বর ২৭) রাতে নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রথমবারের মত মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন।

প্রেসিডেন্সিয়াল ডিবেট বলে অভিহিত টান টান উত্তেজনার এই প্রদর্শনীতে কার্যত হিলারি ক্লিনটনের বাগ্মীতার কাছে পাত্তাই পাননি ডোনাল্ড ট্রাম্প।

সাঙ্গ হলো প্রথম বাকযুদ্ধ
মিথ্যায় ভরা ছিলো ট্রাম্পের বিতর্ক

বিতর্কে হিলারির একের পর এক যুক্তির বাণ ঠেকাতে গিয়ে গলদঘর্ম হতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় ভুল ও মিথ্য তথ্য উপস্থাপনের জন্য মাঝে মাঝেই শ্রোতাদের কাছে হাসির খোরাকে পরিণত হন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরাক যুদ্ধ সমর্থন করেননি দাবি করে ব্যাপক উপহাসের শিকার হন তিনি।

বিতর্ক পরবর্তী জনমত জরিপেও বিষয়টি প্রতিফলিত হচ্ছে। সিএনএন এর জরিপে দেখা গেছে, বিতর্ক উপভোগকারী ভোটারদের ৬২ শতাংশ হিলারি ক্লিনটনের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে মাত্র ২৭ শতাংশ ভোটার মনে করেন রাতটি ছিলো ডোনাল্ড ট্রাম্পের।

কে সবচেয়ে স্পষ্টভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হয়েছেন হিলারি না ট্রাম্প, এমন প্রশ্নে দুই-তৃতীয়াংশ ভোটার হিলারির পক্ষে রায় দিয়েছেন। পক্ষান্তরে মাত্র এক তৃতীয়াংশ ভোটার ট্রাম্পে সন্তুষ্ট।

কে সবচেয়ে ভালো কর্মসংস্থান করতে পারবেন,এই প্রশ্নে ৫৭ শতাংশ ভোটার হিলারির বক্তব্যে আস্থা রেখেছেন, অপরদিকে মাত্র ৩৫ শতাংশ ভোটার এ ব্যাপারে ট্রাম্পকে যোগ্য মনে করছেন।  

শক্তিশালী নেতৃত্বের প্রশ্নেও হিলারি বিতর্কে পেছনে ফেলেছেন ট্রাম্পকে। ৫৬ শতাংশ ভোটার হিলারিকে এবং ৩৯ শতাংশ ভোটার ট্রাম্পকে বিতর্কে শক্তিশালী নেতা হিসেবে রায় দিয়েছেন।

এছাড়া বিশ্বাসযোগ্যতার প্রশ্নেও ট্রাম্পকে টেক্কা দিয়েছেন হিলারি। সিএনএন এর জরিপে ৫৩ শতাংশ ভোটার হিলারি এবং ৪০ ভোটার ট্রাম্পকে বিশ্বাসযোগ্য হিসেবে উল্লেখ করেছেন।

তবে একটি ক্ষেত্রে ট্রাম্প হিলারিকে ছাপিয়ে গেছেন, তা হলো প্রতিপক্ষকে আক্রমণের দিক থেকে। ৫৬ শতাংশ ভোটার মনে করেন ট্রাম্প অধিক আক্রমণাত্মক ছিলেন, অপরদিকে ৩৩ শতাংশ ভোটার মনে করেন হিলারি আক্রমণে বেশি সময় ব্যয় করেছেন।

এছাড়া ট্রাম্প প্রেসিডেন্টের পদের জন্য যোগ্য নন, বিতর্কের পর এমন ধারণা পোষণ করছেন ৫৫ শতাংশ ভোটার। পক্ষান্তরে তাকে এই পদে যোগ্য মনে করছেন মাত্র ৪৩ শতাংশ  ভোটার।

সবকিছু মিলিয়ে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে কার্যত হিলারির কাছে পাত্তাই পাননি ট্রাম্প। সিএনএন এর জরিপেও তাই জয়ী হিলারি ক্লিনটনই।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।